এই তো আমি আছি, সত্তার জলে ডুব দিয়ে-
বলব না আমাকে ভাসাও
যত জল বাড়ে, আমারও বাড়ে সহ্যের সীমা
তখনও নিঃসঙ্গতা ভাল
অনেক ক্লান্তির পরে খুব ঘুম পেয়ে যায়
হাওয়া, আমাকে জাগাও
টুকরো টুকরো আলো
চোখের পাতায় এসে হুটোপুটি হোক
তুমুল নিঃসঙ্গতার দিনে
আমি তোমাকে দেখি...
বলব না আমাকে ভাসাও
যত জল বাড়ে, আমারও বাড়ে সহ্যের সীমা
তখনও নিঃসঙ্গতা ভাল
অনেক ক্লান্তির পরে খুব ঘুম পেয়ে যায়
হাওয়া, আমাকে জাগাও
টুকরো টুকরো আলো
চোখের পাতায় এসে হুটোপুটি হোক
তুমুল নিঃসঙ্গতার দিনে
আমি তোমাকে দেখি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন